ক্লান্তির গভীরে

লেখক : অর্দ্ধেন্দু গায়েন

তুমি শহর দেখোনি।
দেখেছো দরিদ্রতা, অভাবের স্রোত।
সংসারের বারান্দায় দাঁড়িয়ে
দেখেছো খোলা আকাশ।
আয়নায় নিজেকে দেখে
আঙুলে জড়িয়েছ চুল।
তাহলে কী
সারাক্ষণ ভেবেছো আমাকে নিয়ে?
এই অস্থিরতা আমায়
বাঁচিয়ে রেখেছিল তোমার শরীরে।

আজ চোখে হারালেও–
কোনও একদিন তো ভুলেও যেতে পার।
ছেলেবেলায় পড়া
ব্যঞ্জনবর্ণ গুলো ভুলে গেছ।
কুল গাছের নিচে অপেক্ষা করার স্মৃতি,
আজ হারিয়ে গেছে সময়ের ভিড়ে।

গাঢ় আকাশী রঙের কুর্তি পরে,
তুমি এখনও আসো আমার স্বপ্নের ঘরে।
জংলী ঘোড়ার মতো বেলাগাম, বেপরোয়া।
আমার যন্ত্রনাকাতর আর্তনাদ ঢাকা পড়ে যায়,
অবসন্ন, ম্রিয়মাণ ক্লান্তির গভীরে।


লেখক পরিচিতি : অর্দ্ধেন্দু গায়েন
জন্ম উত্তর চব্বিশ পরগনার যোগেশগঞ্জের মাধবকাটী গ্রামে।পেশায় সরকারী চাকুরী হলেও নেশা পড়াশোনা , ইচ্ছে হলেই লেখা-সে কবিতা, ছোটগল্প, অণুগল্প, প্রবন্ধ যা কিছু হতে পারে, অবসরে বাগান করা,ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা ইত্যাদি।তবে সব পরিচয়ের সমাপ্তি ঘটে সৃষ্টিতে --পাঠক যেভাবে চিনবেন আমি সেভাবেই থেকে যাবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।