কবিতা-গুচ্ছ

লেখক : প্রভঞ্জন ঘোষ

(১)
ইচ্ছেগুলো


ইচ্ছেগুলো আলো হয়ে
জ্বলবে তারায়
মাটির বুকে পড়তে গিয়ে
পথ হারাবে
কারুর চোখে দৃষ্টি দিয়ে
তাই যেন হয়
বুকের ভেতর ঝলকে ওঠার
ঘোর প্রত্যয়।
ইচ্ছেগুলো নীল ছড়িয়ে
আকাশ হবে
বুকের মালায় রাখবে গেঁথে
মেঘের কুসুম
কারুর বুকে পড়বে খ’সে
পাপড়ি,পরাগ
জাগবে মনে বীজ ছড়াবার
এই শুভ ফাঁক।
ইচ্ছেগুলো উঠবে ফুটে
রংধনুতে
ফুলের রেণু ছুঁতে গিয়ে
বিফল হবে,
কারুর-কারুর জড়িয়ে ধ’রে
রং বাহারে
হৃদয়খানি রাঙিয়ে যাবে
ফুলের ভারে।

(২)
ম্যাজিক


প্রবল ভাবে ঘুরছে
আমরা তো ক‌ই ধরার মতো
তেমন ভাবে ঘুরছি না।

প্রবল ভাবে টানছে
আমরা মহা আকর্ষণে
তেমন উড়ে যাচ্ছি না।

ভেতর বাহির চতুর্দিকে
ভীষনভাবে কাঁপছে
আমরা তো ক‌ই কেঁপে-কেঁপে
কোথাও প’ড়ে যাচ্ছি না।

ওপর থেকে ঝাঁকে-ঝাঁকে
আশিষ ঝ’রে পড়ছে-
সকল পন্থা নিচ্ছি, তো ক‌ই
আশিষ কুড়িয়ে নিচ্ছি না!


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্যানুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।