কবিতা যখন কথা বলে

লেখক : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

শরীরের গাঢ় ভাঁজ থেকে আসে, প্রেমের ছন্দ
আমি শুধু বসে বসে সাজিয়ে দিই, কবিতা

ঝাঁকে ঝাঁকে আসে, স্মৃতির পাড়ের পাখি
টনক নড়ে, মাথা হতে পা অবদি বিচ্ছেদের।
সবুজ লোকালয়, ছুঁয়েছে পাহাড়, মেঘময়

আমি ছুঁতে পারেনি শুধু, তোমার সেই ওষ্ঠ
ভুল পথে হেটে হেটে, আমি পায় দেখো তুষ্ট
মগজ করেছি ধোলাই, আবেগের বশে থেকে।

আপাদমস্তক, ইচ্ছেটাকে করেছে চুরিঘাতে খুন
কঠোর কথার বিষে, পঁচেছে আমার এই দেহ
ধ্বংস বললে ভুল বলা হবে, চিরকাল তা অন্যায়।

আমাদের পাশের এলাকায়, তাদের ছিল বাড়ি
আমাদের স্কুলে আসতো, কংক্রিট রাস্তাটা ধরি।
হারানো ক্যানভাসে, তব ভাসি চোখের জলে

আজকাল সেই দিনগুলো নেই, অতীত ক্রমাগত
বাস্তবতার আলোকে ভুলেছি, ব্যাথার সেই ক্ষত।


লেখক পরিচিতি : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
লেখক বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলায় পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে ১৯৯২ জন্মগ্রহন করেছেন। ২০১১ সালে এস.এস.সি ও ২০১৫ সালে কৃষিতে ডিল্পোমা করেছেন। বর্তমানে একটি ব্যবসায়িক কাজে জড়িত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum