কবিতার জীবন ও জীবনের কবিতা

লেখক : তরুণ সেন

কবিতার জীবন
নাকি জীবনের কবিতা
কে বেশি দীর্ঘ হয়ে
গভীর মনকে
খোরাক জুগিয়েছে!
আমাকে আমি
খুঁজে ফিরি,
পাই না সম্পূর্ণ করে—-
কিছুতেই মুগ্ধ নই তাই
ভগ্নাংশ রূপে।


লেখক পরিচিতি : তরুণ সেন
দীর্ঘদিন ধরেই নানা পত্র পত্রিকায় লেখালেখি করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন