কখনো কি ভেবেছো

লেখক : শিখা চক্রবর্তী

যদি কেউ লেখে  কোনও  
আধুনিক কবিতা,
বিগলিত হয়ে তাকে
গেলে কতো  জনতা।

না থাকুক মানে তার
না থাকুক ছন্দ,
কেউ তাকে কক্ষনো
বলবে না মন্দ।

লেখা হলে ধোঁয়া ধোঁয়া
হলে দুর্বোধ্য,
বিগলিত পাঠকেরা
হয় ততো মুগ্ধ!

আধুনিক কবিতার
হলো এই  ধর্ম,
শুধু যেন বোদ্ধারা
বোঝে তার মর্ম।

ছড়া হলো বড়ো সোজা
বিপরীত কবিতার।
মজা আছে এর মাঝে
তাই এতো পপুলার।

আমাদের কবিগুরু,
আর  কবি সুকুমার।
আজও তো সবার মনে
আছেন চমৎকার!

ছন্দের যাদুকর 
সত্যেন দত্ত।
ভুলবো কি করে তাঁর
অপূর্ব পদ্য!

এরকম রচয়িতা
আছেন অসংখ্য,
কিন্তু এবার আনি 
অন্য প্রসঙ্গ।

ছড়াও  দেখাতে পারে
এরকম যুক্তি।
কখনো  কি কোনো ভাবে
পাবে না সে মুক্তি?

কোনোদিন যদি তার
কাটে কিছু ছন্দ,
যদি বোঝা নাই যায়
হবে কি সে মন্দ ?

আধুনিক কবিতার
থাকে যদি অধিকার,
আকাশে বাষ্প হয়ে
হেথা হোথা ওড়বার।

তবে কেন ছড়া হলে 
একটু অবোধ্য
লোকে দেবে গালা গালি
এ কি আশ চয্য!!!!!


লেখকের কথা: শিখা চক্রবর্তী
হাউস ওয়াইফ- নানা ধরনের লেখা পড়তে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ঘুরে দেখতে ভালো লাগে। প্রিয় বই তো অনেক। তার মধ্যে মহাভারত একনম্বরে। এছাড়া বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, কালকূট খুবই পছন্দের। নির্মল বুদ্ধি যুক্ত হাস্যরস খুব আকর্ষক লাগে তাই সুকুমার রায় খুব পছন্দের। উপেন্দ্রকিশোর এবং সত্যজিৎ রায় তো আছেনই। সত্যি বলতে আরো কত নাম যে ভালো লাগার লিস্টে আছে তা বলে শেষ‌করা যাবে না। কবিতার ‌চেয়ে ছড়া একটু বেশিই টানে এবং তাই‌ মাঝে মাঝে একটু চেষ্টা ‌করা হয়‌ আর কি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন