লেখক : লাম্মি খাতুন
কল্পনাতে তুমি বটবৃক্ষ।
ফাঁকা মেঠোপথের ধারে
যেখানে গ্রীষ্মের তপ্ত দুপুরে
মেঠো কৃষক, রাখাল, ক্লান্ত রমনী, হাঁটুরের দল
শান্তি খুঁজে পাই।
আমি এর ব্যতিক্রম নয়,
তোমার ছায়াতলে, হাতের নাড়ালে, শুভ্র চরণে
কী শান্তি তা কি বোঝান যায়?
কখনো তুমি চিত্রা নদী।
বয়ে চলে, ধেয়ে চলে এঁকেবেঁকে
তার বুকে কত জেলের ডিঙি
কত ঘাটে মাঝি বায়, কত রমনী ধরে মাছ
নাইতে নেমে।
অশান্ত চিত্রা,
বাঁচায় তাদের, মারে বাণের জলে,
তবু কি এই মানবে কি তারে ছাড়া চলতে পারে?
আমিও এর ব্যতিক্রম নই।
বাঁচি মরি তোমার স্রোতেই নৌকা বাইতে চাই।
কখনো তুমি সবুজ সোনালী ধানক্ষেত
যেখানে কৃষক স্বপ্নের চাষ করে
এমনি আমার হৃদয় মন্দিরে তোমারই চাষ।
কখনো তুমি বিধবা বুড়ির যুদ্ধগামী একমাত্র সন্তান
বেঁচে থাকার শেষ অবলম্বন।
কখনো তুমি আমার কাছে যুদ্ধ
যেখানে হেরে যাওয়া মৃত্যুর শামিলত
জয়ী হয়ে ঐ হাতধরা স্বর্গের শান্তি।
লেখক পরিচিতি : লাম্মি খাতুন
নামঃ লাম্মি খাতুন, শিক্ষার্থী দশম শ্রেণি, রেডিও কলোনি মডেল স্কুল, সাভার, ঢাকা। অনেকদিন ধরের কবিতা লেখার চেষ্টা করি।