কোনো এক সন্ধ্যা নামার পর

লেখক : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

কোনো এক সন্ধ্যা নামার পর
তোমাকে নিয়ে,
ল্যাম্পপোষ্টের আলো ধরে
হেঁটে যাবো,
সেই ফুচকা মামার দোকানে।
তুমি আপ্লুত হয়ে যাবে,ফুচকা খেতে
অধীর আগ্রহে বসবে,আমার পাশে
ফুচকা মামার দোকানে,
সেই কাঙ্ক্ষিত,ফুচকা খেতে।
মুখে থাকবে তোমার,এক চিলতে হাসি
মনের সাথে মন মিশিয়ে,বলবো আমি
তোমায় ভালোবাসি!
অতঃপর,
তুমি ফুচকা খাবে,টক আর ঝাল
চোখ দুটি হবে লাল,
টলমল করবে পানি,
তারপরও মজা করে খাবে,জানি।
কোনো এক সন্ধ্যা নামার পর
রিকশায় চড়ে,হাতিরঝিলে
দু’জনে দিবো আড্ডা,
বাদাম হাতে কোনোএকদিন
বসবো দু’জন বাড্ডা।
কোনো এক সন্ধ্যা নামার পর
তোমাকে নিয়ে,
মিষ্টি প্রেমের কবিতা লিখবো আমি!


লেখক পরিচিতি : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
লেখকঃ- বাংলাদেশের ঢাকা বিভাগের, কিশোরগঞ্জ, জেলায় পাকুন্দীয়া, থানার হোসেন্দী গ্রামে ১৯৯৫ সালে জন্মগ্রহন করেছেন। ২০১১ সালে এস.এস.সি ও ২০১৫ সালে কৃষিতে ডিল্পোমা করেছেন। বর্তমানে একটি ব্যবসায়িক কাজে জড়িত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum