কষ্ট

লেখক : প্রিয়াংশু সিংহদেব

কষ্টটা যে কী জিনিস, সেটা বুঝলাম আমি সেদিন,
শুনলাম তখন ঠিক হয়েছে নাকি তোমার বিয়ের দিন।
তারপর থেকেই আমার চোখে আর আসে না যে ঘুম;
তখন থেকেই হয়ে গেলাম অস্বাভাবিক রকম চুপ।
চোখ বুজলেই শুনেছি সানাই, দেখেছি তোমার সিঁথিতে সিঁদুর,
আর তখনই আমি ভেবেছি এই জীবন পথের শেষটা কতদূর।
আর পারছি না আমি থাকতে, পারছি না সইতে কষ্ট,
নিজেই যেন, নিজের জীবনের প্রতি হয়ে উঠেছি অতিষ্ঠ।
কখনো ভেবেছি আমি নিজেই নিজেকে করে দেবো শেষ,
কারণ আমি দেখতে চাই না সেদিন, যেদিন তোমার পরনে থাকবে বেনারসির বেশ।
অবশেষে বলি, যদি করে থাকি তোমার সাথে কোনো পাপ,
জানি হয় না তার ক্ষমা, তবু পারো তো করে দিও মাফ।
একটা অনুরোধ আমি রেখে গেলাম এইখানে,
মৃত্যু হলে; তুমি কিন্তু এসো আমার শ্রাদ্ধের অনুষ্ঠানে।
থাকবে সেখানে কান্নার রোল, থাকবে ধূপের গন্ধ মিষ্ট,
অনুরোধ আমার, পরিয়ে দিও আমার ছবিতে মালা, ঘুচিয়ে দিও আমার সব কষ্ট।।


লেখক পরিচিতি : প্রিয়াংশু সিংহদেব
আমি প্রিয়াংশু সিংহদেব । আমি ছোট থেকে লেখালেখি জিনিসটা পছন্দ করি । সাধারণত আমি কবিতা লিখি , তবে মাঝে মাঝে গদ্য রচনাও করে থাকি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum