কবি : পার্থপ্রতিম সিংহ
লিবিয়া থেকে এলো
গোটা দুই লিলিপুট্ !
ফিজি থেকে সুজি কিনে
কোরিয়ার কুরকুট্ ।
চিন থেকে চিনি কিনে
সোজা গেল হাইতি ,
উরুগুয়ে থেকে তারা
কিনে আনে গাঁইতি !
সেই থেকে ব্রেকফাস্ট্
নয় কাঁটা চামচে ,
খায় সুজি হালুয়া
গাঁইতিতে খামচে !
লেখকের কথা: পার্থপ্রতিম সিংহ
একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০১৬-র বইমেলাতে প্রথম প্রকাশিত ইংরেজি ছড়াগ্রন্থ। আজ পর্যন্ত প্রকাশিত কিশোরগল্প গ্রন্থ দুই, বাংলা ছড়া গ্রন্থ দুটি, English Grammar for School Students চারটি। বিভিন্ন পত্রিকার শারদীয় সংখ্যায় ছড়া বেরিয়েছে। উল্লেখ্য, “লেখালিখি” -তেও ইতিমধ্যে ছড়া প্রকাশিত হয়েছে।
আজকাল তো ছড়া দেখাই যায়না–বাঙালীর সন্তান তো এখন আর মাতৃভাষা পড়েও না–জানেও না। ফলে, আমরা বুড়োর দল এইরকমের ছড়া দেখলে বাল্যস্মৃতির রোমন্থন করার সুযোগ পাই।
লেখককে অভিনন্দন এবং ধন্যবাদ।
Ananda dilen. Ashakari bhabissateo erakam chhada paoa jabe.