ল্যাংটোবাজি

লেখক : প্রভঞ্জন ঘোষ

চারদিকে ল্যাংটোবাজি খেলা চলছে
এ বলে আমায় দ্যাখ্
ও বলে আমায়।
ল্যাংটো-ল্যাংটো কথায় এখন
ঝ্যাকাস্ চিঁড়ে ভেজে,
ল্যাংটো শালিস্-সভায় চোরা
পাতলিগলি খোঁজে।
ল্যাংটো কাজের চলছে এখন
আফিস ও কোম্পানি
আজকে ফুলেফেঁপে ওঠা
কালকে অধোগামী!
ল্যাংটো অঙ্গ-ওষ্ঠ জুড়ে
ল্যাংটো নাচা-গানা
ল্যাংটো-ল্যাংটো চক্ষু-কর্ণে
ল্যাংটো দ্যাখা শোনা।
ল্যাংটো ভাষন দিচ্ছে-
যত ল্যাংটো-ল্যাংটো শাসন!
ল্যাংটো ক’রে দিচ্ছে পেঁদো
ল্যাড়াস্ নেতার আসন।
ল্যাংটো চুমু, ল্যাংটো সোহাগ
রাস্তাঘাটে আর-
চুটিয়ে চলছে পাইকারিতে
অসংখ্য আখছার!
ঘরগেরস্থ ফাঁকি দিয়ে
ল্যাংটো বাঁধনেতে
জড়িয়েমড়িয়ে হদ্দ হচ্ছে
শ্রীমতি-সৌগতে।
ল্যাংটো শিক্ষা, ল্যাংটো দীক্ষা
নিচ্ছে ক’রে আপন,
চতুর্দিকে ল্যাংটোবাজি
ল্যাংটো জীবনযাপন!

লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন