মাগাছি

কবি: সুকুমার খাঁড়া


বেজন্মা শব্দটার মুখে কালি লেপেছি আমি —
জন্মটাই বাস্তব, লৌকিক । জন্মদাত্রী নিত্য, সত্য।
বাকিটা মুখোশের ও ভাষার অনৈতিক কারসাজি।

সোনাগাছি’র সোনা’টা মুছে লিখেছি — মাগাছি
মা’য়েরা দাঁড়িয়ে পারিজাত হাতে বেশ্য বাবাদের জন্য
ওদের শরীর থেকে ছেঁকে নেবে উদ্বৃত্ত গরল।

আমি মহাভারতের পৃষ্ঠা উল্টে পরকিয়ায় তত্ত্ব টুকি।

আমি মাগাছির মাটি এনে দেবীর কপালে টিপ পরিয়েছি
কী অপরূপ শোভা, চন্দনবনের সৌরভ

কেউ চায় ধনদৌলত, কেউ দ্যাখে নিজের মা’কে…


লেখক পরিচিতি: সুকুমার খাঁড়া

কবি ও গল্পকার সুকুমার খাঁড়া এই মুহূর্তে একজন গুরুত্বপূর্ণ সাহিত্য ব্যক্তিত্ব। পেশায় আয়ুর্বেদিক চিকিৎসক সুকুমারবাবু হুগলি জেলার চুচুড়া শহরের বাসিন্দা। দীর্ঘদিন লিটল ম্যাগাজিনে লেখালিখি করছেন। সুকুমার খাঁড়া মূলত কবিতাচর্চার সাথে যুক্ত থাকলেও গল্প-উপন্যাসও নিয়মিত লিখছেন। সমসাময়িক বিষয় ভিত্তিক, প্রতিবাদী কবিতা লিখতে সাবলীল। কবিতাপাক্ষিক, শতানীক, ছায়াবৃত্ত, মহাজন পথ, আজকের অর্নিবাণ পত্রিকা সহ অনেক পত্রিকায় লিখেছেন। লিটিল ম্যাগাজিনে প্রকাশিত উপন্যাস চারটি, এছাড়াও বহু গল্প লিটিল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক এক দশক ধরে বাণিজ্যিক পত্রিকাতেও বেশ কিছু গল্প নিয়মিত প্রকাশ পাচ্ছে যার মধ্যে দৈনিক সুখবর, দৈনিক বাংলা স্টটম্যান, দৈনিক একদিন প্রভৃতি দৈনিক বাণিজ্যিক সংবাদপত্রের গল্পের পাতায় বেশ কিছু গল্প নিয়মিত প্রকাশিত হয়েছে। এছাড়াও ফেসবুকে দুটি উপন্যাস, হাজারের বেশি কবিতা লিখেছেন। প্রকাশিত বই তিনটি :
ছড়া সংগ্রহ-১,
ছড়ায় রামকৃষ্ণ উপদেশামৃত,
কর্কট অদৃশ্য হাত (যুগ্ম উপন্যাস)।
নিজের পচ্ছন্দ মতো লিখতে ভালোবাসেন। চাপিয়ে দেওয়া বিষয় কিংবা বিষয় নির্ধারিত লিখতে পচ্ছন্দ করেন না। সভা-সমিতি এড়িয়ে চলতেই পচ্ছন্দ করেন এই সাহিত্যিক।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন