মায়ের আদেশ

লেখক : আবুল হাসান তুহিন

মাটির সুধা নাও গো মেখে 
দামাল ছেলের দল,
মায়ের আদেশ মাথায় করে 
থাকবি অবিচল।।

বিজয় নিশান থাকবে উঁচু 
পড়বে না তো হেলে,
ভয় পাবিনা কভু তোরা 
দুঃখ বিপদ এলে।
শক্র চিনে করবি আঘাত 
দৃঢ় মনোবল,
মায়ের আদেশ মাথায় করে 
থাকবি অবিচল।।

বিজয় কেতন রক্ষা করার
শপথ তোদের বুকে,
দেশের উপর আঘাত এলে 
দাঁড়া তোরা রুখে।
মা মাটি দেশ মুক্ত রাখার
অটুট বুকের বল,
মায়ের আদেশ মাথায় করে 
থাকবি অবিচল।।


লেখক পরিচিতি : আবুল হাসান তুহিন
গীতিকার ও নাট্যকার, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up