মেঘের গল্প

লেখক : তীর্থঙ্কর সুমিত

অন্ধকার নেমে এলে 
আমি আকাশের দিকে তাকাই
নীরবতা জুড়ে অসমাপ্ত সময়
আমায় ঢেকে দেয় ইচ্ছার নৈপুণ্যতায়
পরিত্যক্ত মুহূর্ত
বৃষ্টির ঘোলা জলে জীর্ণ হয়ে দাঁড়িয়ে থাকে
রঙ চটা বিভিন্ন অক্ষর

নক্ষত্র মালা হয়ে অমাবস্যার গায়ে  
আমাকে মেঘের গল্প শোনায় 

লেখক পরিচিতি : তীর্থঙ্কর সুমিত
তীর্থঙ্কর সুমিত ছোটোবেলা থেকেই লেখালিখির সাথে যুক্ত। মূলত কবি। বর্তমানে বিভিন্ন বাণিজ্যক পত্রিকা সহ একাধিক লিটিল ম্যাগাজিনে লেখালিখি করেন। নিজ সম্পাদিত পত্রিকা একালের ছিন্নপত্র, আহোরী। কাব্যগ্রন্থের সংখ্যা -১৪ টি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন