লেখালিখি ওয়েবজিন, নববর্ষ সংখ্যা – ১৪৩১

সববাংলায় এর সাহিত্য বিষয়ক উদ্যোগ লেখালিখি ওয়েবসাইট। আর এই সাইটেরই এক অন্যতম প্রধান আকর্ষণ লেখালিখি ওয়েবজিন যা একটি ত্রৈমাসিক ওয়েব ম্যাগাজিন।

ক্যালেন্ডারের বয়স বাড়লো আরও একটা বছর। চোদ্দোশো তিরিশ পেরিয়ে একত্রিশ এল, দোসর ‘দীর্ঘ দগ্ধ দিন’! দহনজ্বালায় ফুটিফাটা প্রাণ – খোঁজে আশ্রয়, চায় তেষ্টা মেটানোর আশ্বাস। এরকম এক রোদেপোড়া বৈশাখীদিনে প্রকাশ হলো লেখালিখি ওয়েবজিনের নববর্ষ সংখ্যা। গদ্য-পদ্য-প্রবন্ধের এই স্বাদু সম্ভার হোক আপনার প্রাণের আরাম, দহনবেলার উপশম।

ওয়েবজিনটি নিচের ছোট্ট ছবিটি ক্লিক করে পড়ুন আর কমেন্ট করে জানান কেমন লাগল –

ওয়েবজিন প্রকাশের সময়কাল:

জন্মদিন সংখ্যা – ১৪ জুন (লেখালিখি সাইটের জন্মদিন)
উৎসব সংখ্যা – দুর্গাপুজোর কাছাকাছি সময়ে
শীত সংখ্যা – ইংরাজি নববর্ষের কাছাকাছি সময়ে
নববর্ষ সংখ্যা – বৈশাখের প্রথম সপ্তাহে

বি.দ্র. পুরনো সংখ্যাগুলি একত্রে পাবেন এই লিঙ্কেhttps://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

One comment

  1. রুবাই

    আর মাত্র তিনদিন পর প্রকাশিত হতে চলেছে লেখালিখি ওয়েবজিনের – জন্মদিন সংখ্যা ১৪৩১। তার আগে এই সংখ্যা নিয়ে একটু আলোচনা করলে কেমন হয়? ফোরামে এই সংখ্যা নিয়ে আলোচনা চলছে। আপনিও যোগ দিন । সরাসরি লিঙ্ক দিলাম এখানে – https://sobbanglay.com/sobbanglay-forum/reviews/%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/#post-43

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum