মিত্রের সে

লেখক : রায়হান আহমদ

স্তব্ধ নীরবতার মৃদু সৌন্দর্য্য,
মরু বুকের উদাসীন ঔদার্য।
মোর মিত্র মোহনের স্থির চঞ্চলতা,
তার বিরাগী কাহনের করুণ বাস্তবতা।
তবু বিরাগের তাহার হেতু সে কাহাঁ?
মিত্র মোহনের তরুণ চাহা।
তারে বলেছিলাম মোহে – ওহে! পুরুষ সুন্দর,
সে তো মানবী মহান কুৎসিত বিষয়ে অন্দর।
তবু মিত্র মোহনের অসীম মায়া,
করিবে কীসে তাহে মুক্ত এমত ছায়া।
তবু তারি লাগি করেছি চয়ন – গীত রচনা,
মিত্র মোহনের লাগি করি প্রার্থনা।
তারে সুধায় আমি – কীসে তোমায় রাখিছে বাঁধি?
সে তো কহিছে মোরে তাহার মৃদু কন্ঠখানি।
তাহারে রুখিয়া আমি তাহার বচনে,
বলি – তুমি বুঝিবে এমতে কক্ষণে?
এতো দেহজা কণ্যকা নয় শুধুই মায়া..
কী করার মিত্র মোহনের বুঝিবার সামর্থ্য কাহাঁ!!


লেখক পরিচিতি : রায়হান আহমদ
মানুষ, মুসলমান, বাংলাদেশী, বাঙালী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন