লেখক : নিলিমা
ছোট্ট ছিলাম মায়ের কোলে
খেলেছি অনেক রোজ ,
ছুটেছি কত,করতাম মোরা
খেলার সাথীর খোঁজ ।
শৈশবে ছিলো খেলার নেশা,
ঘুরেছি কত মাঠে।
ধুলির সাথে ছিলো পিরিত
ছুটেছি পথে ঘাটে ।
মনটা ছিলো পাখির মতো,
উড়তো উদাস মনে ।
কাটতো বেলা হাসি খেলায়
সবারই আনোগনে ।
দাদীর মুখে গল্প শুনে ,
কাটতো অনেক রাত ।
স্নেহ পূর্নে ছিলো মোদের
শৈশবের সেই হাত ।
আজো ভারী মনে পড়ে ,
দিনগুলির কথা সব।
আজ বড্ড মনে হয়,
আসুক ফিরে আবার শৈশব ।।
লেখক পরিচিতি : নিলিমা
আমার নাম নিলিমা রায় নীলা। আমি কবিতা লিখতে পছন্দ করি।