সম্বিৎ ফিরে পেয়ে

লেখক : প্রভঞ্জন ঘোষ

সম্বিৎ ফিরে পেয়ে
সে দেখে পেছনে মুড়ি
ফুঁ দিলে একযোজন
নেচে গেয়ে করে ওড়াউড়ি,
কাঁটাচামচ আর পিঠে
বৈঠকের আলোকিত টেবিল জুড়ি’।
যা দেখে-
তার পেছনে ঝালর
রঙের ঝিলিক নিয়ে
দোলে তরতর।
সম্মুখে সূচীমুখ যেন ব্রহ্মোস
দীপালির বাজি হয়ে
ছোটে ফোঁসফোঁস।
সম্বিৎ ফিরে পেয়ে
ময়দানে নক্ষত্র দেখে
ভালো করে চেয়ে-চেয়ে
শিশিরের ফোঁটা ছুঁয়ে
একদম ঠায়
পুনরায় চৈতন্য
খুব ফিরে পায়।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।