মাশরাফী বিন মোর্ত্তজা

লেখক : আলী ইব্রাহিম

নক্ষত্রের আলোয় মাঠে মাঠে বীজ বুনে যাই।
তোমার ধ্যানে সন্ন্যাসী সড়কে সরল রোদ ওঠে।
ঝলমলে মাঠের বিস্তারে তুমি ছড়িয়ে আছ বাক্য হয়ে,
আমাদের প্রতিজ্ঞা ও উপলক্ষ হয়ে।

মৃত্যু বিনাশ নয়; হে মহানায়ক,
তোমার স্বভাবসৌরভ আর কথকপ্রিয়তায় মাঠগুলো চেয়ে থাকে অপলক।
তোমাকে না দেখেও আমাদের প্রিয় ব্যাট, বল ও শৈশব
ফলতে থাকে বীজের আকাঙ্ক্ষায়।
তোমার স্নেহের পরশগুলো প্রজাপতি হয়।
ভালোবাসা রঙ হয়ে বাজায় প্রাণময় ধ্বনির বিস্ময়।

হে মহানায়ক, আমরাও এসেছি গ্রাম থেকে।
আর সকালের রোদ মেখে হেমন্তবিদ্যা তোমার নামে ধন্য হয়।
আর বীজগুলো ফল হয়ে বারবার জেগে ওঠে মাঠে।
তোমার কলাবিদ্যা আর আরোগ্যকলায় বীজের অন্তরে বেজে ওঠে প্রাণ।
উত্তর-দক্ষিণ আর পূর্ব-পশ্চিম ভুলে সবাই জড়ো হয় একমাঠে।
আর মায়ার অতীত রেখে তুমি বেঁচে থাকো মহাকাল।


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহকারী সম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন