ইন্টিম্যাসি

লেখক : শোয়েব শাহরিয়ার

এই যে; অসীম নিস্তব্ধতা— ভর সন্ধ্যেবেলায়
মনে পড়ে জানিনে ইন্টিম্যাসি ঠিক কদ্দূর তোমাদের
নিঃস্ব হয়ে পড়ি— পাঁজর খুলে নিয়েছে কে যেনো
বালকতা ক্রিয়া শুরু করে— হাবুডুবু খাই
কাল যে কথা, তুমি রেখে গেছো ঘরে
জপতে থাকি বাবার শেখানো দোয়ার মতো।
ঠিক কতোবার হলো? একশো কিংবা তারচে’ও বেশি।
যেন এর কম জপলে তোমায় পাবো না।

তোমাকে হারানোর কথা ভাবলেও তো লজ্জ্বা লাগে বন্ধু।
একরোখা স্বপ্ন অনন্তকাল ধরে দেখে এসেছি,
অন্য স্বপ্নে কি আর ঘুম ভাঙে!
তোমার কাছে ঋণ আছে কোন এক বাংলা গানের,
তবুও শোনা হয়ে উঠে না, খালি মনে হয় হাত ফস্কে বের হয়ে যাবে।
অথচ তুমি কোন মাছ নয়, জলজ্যান্ত একজন মানুষ,
উচ্ছ্বল কৈশোর যে সবে পার করে এসেছে।
সেই উচ্ছ্বলতা অসাড় করে দেয় আমাকে।
আমি ডুবতে থাকি আর বাঁচার আকুতি করে যাই
— কেউ শুনছে না। এমনকি তুমিও না।


লেখক পরিচিতি : শোয়েব শাহরিয়ার
পুরকৌশলে অনার্স করছি। নিজের কথা তুলে আনি। সেই লেখায় কারোর না কারোর মনের ভাব মিলে যায়, এখানেই আমার তৃপ্তি

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।