গুচ্ছকবিতা: নত কথামালা

কবি: রাজীব চক্রবর্ত্তী

(১)

যুদ্ধ বিরামেও অবশিষ্ট থেকে যায়
নিষ্পত্তির আড়ালে জয়-পরাজয়,
পরাজিত সৈনিক অস্ত্র ভারে নত
আজীবন বয়ে চলে যুদ্ধের ক্ষত।

(২)

কখনও একলা মানুষ অনেক ভারে হয় নত
বেঁচে থাকার দায়টা যে চিরদিনই ব্যক্তিগত।

(৩)

কথার পিঠে কথা চাপিয়েও যাই হেরে
না বলা কথার ভারে নতজানু বারেবারে।

(৪)

পড়ে ছিল ভালবাসাটুকু
আনমনে আলগোছে,
কথামালায় আপন করে
ডেকে নিতে পারিনি কাছে।

(৫)

ফেলে আসা সময়ের কোলে
ফিরে যাওয়া চুপিসারে,
সেখানে না বলা কথারা
পড়ে আছে অনাদরে।

(৬)

কথামেঘে অবিশ্বাসের ধারা
আঁধার মনের ঘরে,
বেদনার নীল জলে দিয়ে ডুব,
শুদ্ধ বারেবারে।


ছবি: প্রণবশ্রী হাজরা


লেখকের কথা: রাজীব চক্রবর্ত্তী
জন্ম ১৯৭০ সালের ৩০শে ডিসেম্বর, কলকাতার সিঁথিতে। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী। দৈনন্দিনতার ক্লান্তি কাটাতেই মূলত: কলম ধরা। বেশ কয়েকটি লিট্ল ম্যাগাজিনে লিখেছেন গল্প, কবিতা। ২০১৭ সালে প্রকাশিত “সংশ্লেষ” নামক গদ্য সংকলনে স্থান পেয়েছে তাঁর মুক্তগদ্য। ঐ একই বছরে সোনারপুর কাব্যমঞ্চ আয়োজিত স্বরচিত কবিতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন তিনি। ২০১৯ সালে প্রকাশিত “অন্য গদ্য” গ্রন্থে স্থান পেয়েছে তাঁর গদ্য। জীবনের বিবিধ অনুভূতি, বাস্তবতাকে ছন্দে বাঁধার প্রয়াসে তাঁর কবিতাচর্চা।

4 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum