ও বসন্ত ; একটু দাড়াও

লেখক : তন্ময় দাস

ও বসন্ত তুমি না, প্রেমের চিঠি বাও?
একটি চিঠি আমার জন্য , তুমি চাও
ভ্রমরের কানে তুমি গুঞ্জর তুলি-
মালঞ্চ, মাধবিতে সখা প্রেম বুলি-
নিমের ডালে টুনটুনিরে একটু সুধাও।
ও বসন্ত তুমি না, প্রেমের চিঠি বাও?
শূন্য এ হৃদয় পড়ে, বাহারের পাতা পড়ে-
ও বসন্ত বাতাস তুমি কেন বিরহের গান গাও?
মন আমার অচঞ্চল, চঞ্চল এ ফাগুনে –
এ বুকে প্রেম বাও, জ্বলি প্রেম আগুনে।
বন্যক বেলি মাতাল, তার সুগন্ধের আবেশে-
আমার কেন হাহাকার, পূর্ণ এ বুকে।
ও বসন্ত তুমি না, প্রেমের চিঠি বাও?
তবে কেন এলো না, আমার প্রিয়র নাও?
বসন্তে ফুটলো গোলাপ, বাহারে বাহারে –
ও বসন্ত, রেখেছি একটি গোলাপ দেব বলে তারে –
কেউ তো নিলো না ফুল ; দাঁড়িয়ে আছি পাড়ে_
ও বসন্ত একটু দাড়াঁও ; দিও এ ফুল তারে।


লেখক পরিচিতি : তন্ময় দাস
কবি তন্ময় দাস। জন্ম 1995 সালে দরিদ্র এক কৃষক পরিবারে।আর্থিক অনটন পিছু নিয়ে পরিবার নিয়ে জেলা পরিবর্তন ,এ সাথে জীবন গড়ার কাজ_ মানব শারীরবিদ‍্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে ব‍্যাচেলর অব এডুকেশন ডিগ্রি সম্পন হয়। বতর্মানে একটি বেসরকারি উচ্চবিদ‍্যালয়ে জীবন বিঙ্গান শিক্ষক হিসেবে কর্মরত। চলার পথে কবিতা চর্চা ও সাধনা করার মধ্যে দিয়ে বিভিন্ন পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের পত্রপত্রিকায় লেখা লেখি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন