অভিমান – ৬২

কবি: শ্যামল শুক্লা

কাশ্মীরে যাবো না আমি
যাবো নাকো রামভূমি কিংবা বাবরিতে
সেখানে বিরোধ — দ্বন্দ্ব ।
ট্রেনেও চড়বো না আমি
চড়বো না বাসে কিংবা অন্য কোনও যানে
সর্বত্র আগুন জ্বলে —
উন্মত্ত ক্রোধের।

এই ঘৃণার আবহে
কোথাও যাবো না আমি।
বরং শুয়ে থাকবো কৃষকের আঙ্গিনায় তুলসী মঞ্চের পাশে
নির্বিবাদী অভিমানে একা।


4 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum