অজানা মেয়ে

লেখক : মুমতাহিনা

কিছু লেখা হবে অল্প
তাতেই পূরণ হবে একটা জীবনের গল্প।।
একটি মেয়ে, নাম যার অজানা
কখনো বলে না সে পারিব না।।
বাবা যখন চলে গেল,
আড়াই বছর তার।।
তখন থেকে সে যে
নয়নের মনি মার।।
বাবা ছিল এক ডাক্তার
তার সাথে কারোর তুলনা করা ভার।।
তিন বোনের ছোট সে
দুই ভাই এর মাঝে,
সবাই যেন চোখে হারায়
তাকে সকাল -সাঁঝে।।
বেড়ে উঠছে মেয়েটা
সবার আদরেতে,
কখনো চায় না সে
এই পরিবার হারাতে।।
সবাই চায় মেয়েটা অনেক বড় হবে
ভালো কিছু করে সে মায়ের দুঃখ ঘোচাবে।।


লেখক পরিচিতি : মুমতাহিনা
MOMTAHINA FROM GOVERNMENT MODEL COLLEGE, CHITTAGONG

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum