অখণ্ড পরিচয়

লেখক : তনিমা হাজরা

মন নির্জন হলে কত কী যে হয়,
নিশুতি সেকথা জানে,
আর জানে বিরুদ্ধ সময়।

বিষাদের মতো থিতিয়ে আছো হে দীনহীন,
নীচে জমে আছে ক্লেদ-ক্লেশ,
এমনও পাওয়ার ছিলো বিনিময়ে
মুহ্যমান স্বাদের মতন চুনেপোড়া জিভ।
কাবাবের মতো পুড়ে পুড়ে সুস্বাদু হচ্ছে
পাকযোগ্য হচ্ছে রক্তহীন হচ্ছে
বাসযোগ্য এ হৃদয়।

ভুলচুক খসে খসে পড়ে
শীতের পাতার ধারাপাতে,
তিনটি স এর পাশে হ এর পারা
হাঁ করে আছে কামনা বাসনা।
শৃগালেরা টিপছাপ এঁকে
গেছে সারাটি শরীরময়।

সব লোভ চাখা হয়ে গেলে
বিস্বাদ লাগে কাম,
আকাঙ্খা ছুঁয়ে ঝুলে থাকে ম্লান মেদ,
কুঁচকানো ত্বক পুরোনো দাম্পত্যের মতো শিথিল,
অভ্যস্ত দৈনন্দিন আঁকড়ে ন্যাপথালিনের আনুগত্যে সংরক্ষিত আছে অখণ্ড পরিচয়।।


লেখক পরিচিতি : তনিমা হাজরা
লিখি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ সাহিত্য, রম্য রচনা।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।