অনুভবে শেখ মুজিব

লেখক : তৈয়ব খান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর জন্ম শতবার্ষিকী- ২০২০ উপলক্ষে রচিত কবিতা

তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি; সুতুঙ্গ- কীর্তিমান,
তুমি অজর, অমর, অক্ষয়; তুমি শেখ মুজিবুর রহমান।
তুমি উজ্জ্বল আলোক দীপ্তি; প্রদিপ-শিখা অনির্বাণ।।

তুমি বাংলা মায়ের মুক্তির দূত; শক্তি মুক্তিবাহিনীর,
তুমি বিজয় উপন্যাসের নায়ক শাশ্বত সত্য কাহিনীর।
তুমি বিস্ময়কর বাগ্মী; তোমার বাণী মূল্যবান।।

দেখি বাংলার ফুল ও ফসলে তোমারই অবততি,
তুমি বাঙালির প্রাণে চির কাক্সিক্ষত নবারুণ প্রভাতি।
তুমি পদ্মা-মেঘনা-যমুনা ধারায় নিত্য প্রবাহমান।।

হে স্বাধীন বাংলার স্থপতি; সফল মহান নেতা-
হে বঙ্গবন্ধু; জুলিওকুরি; বাঙালি জাতির পিতা,
তব জন্ম শতবার্ষিকে গাই তোমারই জয়গান।।

(রচনাকালঃ ১০ জানুয়ারি- ২০২০ খ্রিঃ, শুক্রবার।)

লেখক পরিচিতি : তৈয়ব খান
তৈয়ব খান, কবি, লেখক, প্রকাশক, অরুণালোক প্রকাশনী, পাঠানটোলা, ধামরাই, ঢাকা- ১৩৫০।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum