লেখক : নিরাভরণ
অপাংক্তেয় শব্দগুচ্ছ আমার রাজ্যপাট।
তুমি দুর্ভিক্ষের মত। খরতার ত্রাসে-
শ্রান্ত বুকে দুঃসহ এক সন্ধ্যা নেমে আসে।
লজ্জা ঢাকার মুখোশ বেচে ছন্দপুরের হাট।
বলো, যুদ্ধ তেমন হলো কই? অস্ত্রাগার লুঠ!
রথের চাকা তলিয়ে গেছে, অপার শান্তিঘুম।
অমোঘ অভিশপ্ত দিন! ব্রহ্মাস্ত্রও থাক নিঝুম।
ধুলোর চাদরে আদরশোয়া আমার রাজমুকুট।
রাজকোষে স্রেফ শব্দ আছে। পূরণ হবে দাবী?
কবিতামহলে তোমার সৈন্য ধর্ষণকামী, জানি;
তোমার জয়পতাকার গায়ে এইটুকু থাক গ্লানি।
হিংসা কখনো তৃপ্ত হয়? – বিদায়বেলায় ভাবি।
ক্রুশ এনেছ! বা গিলোটিন? বধ্যভূমি কই?
বিচারক কে, জানতে চাই,
দণ্ড লিখবে স্তাবকরাই!
যাক, আমার তবু মৃত্যু আছে; অশ্বত্থামা নই।
লেখক পরিচিতি : নিরাভরণ
লিখে যেতে চাই।