একগুঁয়ে

লেখক : ডঃ অসীম কুমার নস্কর

সময় – তুমি বড়ই একগুঁয়ে,
কাউকেই তুমি করো না তোয়াক্কা।
কার কী ঘটল, কে মরল, কে বাঁচল –
তাতে তোমার কিছুই যায় আসে না!
তাতে নেই তোমার মাথা ব্যথা।
তুমি বড়ই পবিত্র স্বার্থপর।
সব কিছু ফেলে –
আপন মনেই আগিয়ে যাও,
আপন স্বার্থ সিদ্ধিতে!
তুমি বড়ই একগুঁয়ে গো!
বড়ই একগুঁয়ে!
কখনো কোন প্রসব-সম্ভবা গর্ভবতী –
মুখ থুবড়ে পড়ে গিয়ে –
কাতর যন্ত্রণায় ছটফট করছে,
তা দেখেও কোনো ভ্রুক্ষেপ করো না!
স্বার্থপরের মতো –
আপন গতিতে আগিয়ে চলেছ।
যুগ সৃষ্টি করাটাই তোমার স্বার্থ সিদ্ধি।
তুমি বড়ই স্বার্থপর, বড়ই একগুঁয়ে।

কতো শিশু না খেয়ে রুগ্ন হ’য়ে যাচ্ছে,
কতো মানুষ না খেয়ে মরছে,
অর্থাভাবে চিকিৎসার অভাবে –
কতো মানুষের অকাল মৃত্যু হচ্ছে –
এসব দেখেও তুমি –
অন্ধের মতো দেখতে পাও না।
আসলে তুমি বড়ই একগুঁয়ে স্বার্থপর।
যুগ সৃষ্টি ক’রে তুমি খ্যাত হতে চাও।
তাই সব সময়ই –
তুমি করো একগুঁয়েমিপনা।

সেদিন জাতীয় সড়কে –
এক মর্মান্তিক দুর্ঘটনা হল!
রক্তাক্ত অবস্থায় কতো মানুষ কাতরাচ্ছিল,
জীবন-মরণের পাঞ্জা লড়ছিল,
শেষে অসহায় হার মেনে-
অবশ্যম্ভাবী মৃত্যুকেই বরণ করেছিল!
অথচ তুমি ঘুরেও তাকালে না!
কারোর জন্য অপেক্ষা করলে না!
আপন তালটি বজায় রেখে –
ঠিক আগিয়ে, আগিয়ে চলে গেলে!
উদ্দেশ্য তোমার যুগ সৃষ্টি করা!
তুমি কারোর জন্যই দাঁড়াও না।
তুমি বড়ই একগুঁয়ে স্বার্থপর।

কতো জরা জীর্ণ বৃদ্ধ বাবা মাকে –
নিজের সন্তানেরাই -নিজেদের দায়িত্ব এড়িয়ে – বৃদ্ধাশ্রমে রেখে আসছে ,
আর তারা জীবনের অবর্ণনীয় অবস্থায়-
মৃত্যুর দিকেই তাকিয়ে থাকছে!
কত মানুষের জীবন কাটছে পথে ঘাটে,
কতো মানুষের অনাহারেই দিন কাটাচ্ছে,
হয়তো কেউ হিংসার আগুন জ্বালিয়ে-
অন্যকে নৃশংস পুড়িয়ে মারছে।
কেউ বা হিংসার ছুরিতে –
অন্যের প্রাণ কেড়ে নিচ্ছে!
আবার কেউ বা –
জীবনের কাছে হেরে গিয়ে –
যমের কাছে নিজের প্রাণ নিবেদন করছে!
আরো কতো কি! আরো কতো কি!
অজস্র নির্মম ঘটনা-ঘটে চলেছে এখানে।

অথচ তুমি সকলকেই –
বুড়ো আঙুলের কলা দেখিয়ে-
আগিয়ে চলেছ আপন গতিতে।
বুঝেছি যুগ সৃষ্টি করেই তুমি –
ধনী হতে চাও, বিখ্যাত হতে চাও
যুগ সৃষ্টি করাই তোমার জীবনের
একমাত্র লক্ষ্য।
তাই কাউকেই, কোন কিছুকেই তুমি-
করো না তোয়াক্কা।
তুমি বড়ই স্বার্থপর, জেদী, একগুঁয়ে!
বড়ই একগুঁয়ে!
বড়ই একগুঁয়ে!


লেখক পরিচিতি : ডঃ অসীম কুমার নস্কর
আমি ডঃ অসীম কুমার নস্কর। ভারতীয় রেলে Addl.CMS. আমি। ইতিমধ্যে অনেক বই লিখেছি।আমি গত বছর সাহিত্য সম্মান এওয়ার্ড পেয়েছি।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।