অস্থির পাদানির কাছে আশ্রয়

লেখক : পার্থ সরকার

সমস্ত কারুকার্যে স্বপ্নভঙ্গ
আকাশে উড়ছে পুড়ন্ত ঘুড়ি
আর প্রকাশিত হ’ল না বিনষ্ট জাগরণের পাথর
মিথ্যার কাছেই ফিরে যায় ক্যালেন্ডার

জল থইথই ডাকটিকিট
প্রথম বাদ-সম্বাদ-বিসম্বাদ
আশ্রয় শেষ
উড়ে গেছে উৎরাই

সঞ্চয়ে ফিরেছে মন্দীভূত সাবান
সামান্য খোলাঘর
খিল এঁটে বসে আছে ঘনীভূত বৃদ্ধি (পুঁজ কিংবা চক্রবৃদ্ধি সুদ)

নুইয়ে পড়ছে জানালার কাছে বৃক্ষের গভীরতা
সাবধানতা নেই ভ্রূণে।


লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন