পরিণীতা

লেখক : কাশফিয়া নাহিয়ান

আমি এমন একটি মানুষের পরিণীতা হতে চাই যে বলবে তুমি পেরেছো তো তোমার মনের মণিকোঠায় স্থান দিতে?
সারাজীবনের জন্য পারবে তো আমায় আপন করে নিতে?
আমি এমন একটি মানুষের পরিণীতা হতে চাই যে বলবে তুমি খেয়েছো তো
এতদিন যে সুখের কল্পনা করেছিলে সে সুখ পেয়েছো তো
আমি এমন একটি মানুষের পরিণীতা হতে চাই যে বলবে তুমি কষ্ট পাচ্ছো না তো
নিজের ইচ্ছা বিসর্জন দিয়ে ধুকে ধুকে মরে যাচ্ছো না তো
আমি এমন একটি মানুষের পরিণীতা হতে চাই যে খোপায় বেলী ফুলের মালা পরিয়ে দিয়ে বলবে তোমায় অনেক ভালোবাসি
সব দুঃখ ভুলে যাই দেখলে তোমার ঐ মিষ্টি হাসি
আমি এমন একটি মানুষের পরিণীতা হতে চাই যে আমায় দেবে মুক্তি
এই মুক্তিই হবে আমাদের বন্ধনের মিলিত শক্তি।
আমি এমন একটি মানুষের পরিণীতা হতে চাই যে আমায় অনেক ভালোবাসবে
যে আমার চেয়েও বেশী আমাকে জানবে
আমি এমন একটি মানুষের পরিণীতা হতে চাই যে আমার মর্যাদা বাড়াবে
যে সকল বিপদে ঢাল হয়ে দাঁড়াবে
আমি এমন একটি মানুষের পরিণীতা হতে চাই যে আমায় দেবে ডানা
আমার কোনো কাজে থাকবে না তার বিধি নিষেধ মানা।
আমি এমন একটি মানুষের পরিণীতা হতে চাই মন ছুঁয়ে যাবে যার মুখের পানি
সমস্ত সত্ত্বা বিলীন হয়ে যাবে দেখলে আমার চোখে এতটুকু পানি
আমি এমন একটি মানুষের পরিণীতা হতে চাই যার কাছে থাকবো আমি সুরক্ষিত
আমার ইচ্ছা অনিচ্ছা যার কাছে থাকবে গচ্ছিত
আমি এমন একটি মানুষের পরিণীতা হতে চাই যার পুরো পৃথিবী জুড়ে থাকবে শুধু আমি
যে সর্বপ্রথম হবে আমার বন্ধু এরপর স্বামী
যার কাছে ছুটে চলে যাবো
এমন মানুষ কোথায় পাবো?

লেখক পরিচিতি : কাশফিয়া নাহিয়ান
কাশফিয়া নাহিয়ান ইংরাজি ভাষা ও সাহিত্যে মাস্টার্স করেছেন। সাহিত্য চর্চা তাঁর অন্যতম প্রিয় শখ।

5 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum