পথ

কবি: তনুশ্রী বাগ

কেউ, এমনও ভাবনায় বহুদূর যাই
হাত ধরি, অপরাধ গ্রহণ করি, হাঁটি

লালধুলা, কাঁকরের পথে কে যেন
রেখে গেছে হাওয়ার দশদিক,
লুকিয়ে ফেলা চিঠির
কবেকার ক্লান্ত মুখ, ধীর, উড়ে যায়
চাঁদের বিশ্রামে

তবু হাঁটি। পথ পড়ে থাকে, গৃহী সন্ন্যাসী যেন—

কথা হলে ফের বলা যাবে কথায় কথায়,
এখনও সব ধান পড়ে মাঠে, যদি বৃষ্টি এসে যায়!


ছবি: প্রণবশ্রী হাজরা


লেখকের কথা: তনুশ্রী বাগ
জন্ম- পূর্ব মেদিনীপুরের এক গ্রামে। কবিতার ভেতর জীবন লেখার চেষ্টাটুকুই তার সম্বল।

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum