লেখক : আলী ইব্রাহিম
সভ্যতার সব রঙ নি:শেষ হলে এই শাহবাগে পিরামিড সরব হয়।
উপলক্ষ্য ও ভদ্রতার খাতিরেই তবু কেউ কেউ আলকাতরা খায়।
বাঘের পরাজয় বুঝে বিরাট বেদুইন। সকাল দুপুর সন্ধ্যায় খিস্তিখেউর।
আর আমি কেবল নিচে নামি। মাঝরাস্তায় বড় বড় উইপোকার ঢিবি।
পিরামিডের দুঃখ কেউ দেখে না। তার ভেতরের কাব্যে মনোযোগ কম।
এই সড়কের প্যাডেলগুলো ব্যর্থ হয়। গান ও কবিতার ভাষা নিঃস্ব হয়।
ধীরে ধীরে এই জনপদে এই গঞ্জে খুন ধর্ষণ গুম ভয়ানক বেড়ে যায়।
এই শহর এখন পিরামিডের রাজ্য। কবি তো তার উপলক্ষ্য বোঝে না।
লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহকারী সম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।