চার টুকরো অসময়

কবি: সমাজ বসু


দিন গভীর হচ্ছে–
তুষ জ্বলছে বুকে,বাতাসে অদৃশ্য আগ্নেয়কণা
যেন সবাইকে ছুঁয়ে আছে নীল আতঙ্ক।

নিঃশব্দ সময় জুড়ে —
ভয়ের পাথর তুলে তুলে আড়াল বৃত্তে আছি
বড় স্বপ্নহীন।বড় অর্থহীন।

একে অপরকে ছুঁয়ে থাকার
অলীক অস্পষ্ট মূহুর্তের অণ্বেষন
চোখের পাতায় অচিরেই দুঃখ আনে।

আজ শূন্যের দিন রাতগুলি
দু-হাঁটুতে মুখ ঢেকে বসে আছে
গাঢ় কালো সময়ের বিচ্ছিন্ন চুপঘরে।


লেখকের কথা: সমাজ বসু
আমি সমাজ বসু নামে দীর্ঘ বহু বছর যাবৎ বিভিন্ন পত্রিকায়, সংবাদপত্রে গল্প কবিতা লিখে আসছি। জাদুকাঠি নামে ছোটদের একটি বার্ষিক পত্রিকা সম্পাদনা করি।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।