জয়শ্রী দাস-এর দুটি কবিতা

কবি: জয়শ্রী দাস

ভালোবাসাও স্বাধীনতা চায়

ভালোবাসার কোনো পোশাক হয় না।
গল্প বানানোর আসরে আমরা জোর করে ভালোবাসাকে রং মাখিয়ে উপস্থিত করি, তাতে ফল হয় উল্টো।
আমাদের হিজিবিজি শহরের আঁকিবুকির মধ্যে দাঁড়িয়ে কাটাকুটির লতা ঝোপ আর কাঁটাজঙ্গলের খোঁচায় সে হয়ে যায় জড়বুদ্ধি।
বইমেলার ধুলো এড়িয়ে সময়ের ঝড় পেরিয়ে যে পাঁচ ব্যাটারির একফোঁটা লাল টিপ তাকে সংকেত পাঠাতো সেও ফেল করে।
কিচিরমিচিরের কচুরিপানায় ডুবে যেতে থাকে আদিম চাওয়া-পাওয়া।
একটু উষ্ণতার আশায় আমরা যত ‘স্টেটাস’ দিই ‘পোস্ট’ লিখি প্রেম ততই জলাভূমির পাঁকে ছটফট করে।
ভালোবাসা স্বপ্ন দেখে স্বাধীনতার, স্বপ্ন দেখে এবড়ো-খেবড়ো নগ্ন পৃথিবীর
যে পৃথিবী সাজানো নয়।


স্বস্তি

প্রত্যেকটা সকাল ক্রমাগত ক্ষত বিক্ষত শূন্যতা র মধ্যে হারিয়ে যাচ্ছে;
অশ্বমেধের ঘোড়ার মত দাপিয়ে বেড়াচ্ছে মৃত্যু।
সুখের জীবাশ্ম বয়ে যাচ্ছে চোখের জলে-
অতিমারীর করাল থাবায় পৃথিবীর বুকের বারান্দায় সাহারা মরুভূমি
আমার একটাই স্বস্তি
আমি নিজেকে ফোঁটায় ফোঁটায় ছড়িয়ে পড়তে দেখেছি তোমার শরীরে
আমার আর কিছু দেখার নেই।


লেখকের কথা: জয়শ্রী দাস
জয়শ্রী দাসের জন্ম ১৯৯২সালে কলকাতার সিমলা অঞ্চলে। পেশায় অধ্যাপিকা। ছোট থেকেই সাহিত্য অনুরাগী। সবচেয়ে প্রিয় কবিতার জগৎ। স্বপ্ন, ভালোবাসার পৃথিবী।এছাড়াও ভালোবাসেন ছবি আঁকতে, গান-বাজনা করতে ও বেড়াতে।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum