হোলির দিনে লেখা রাজনৈতিক কবিতা

লেখক: রুবাই শুভজিৎ ঘোষ

আসলে কবিতাটা রাজনৈতিক

।।১।।

আজ হোলি খেলার দিনে
রঙের সাথে বিকোচ্ছে যৌনতা
রাস্তার ধারে দেখতে পেতে পারো
তুমি, তোমারই চেনা মেয়ে
নাম হয়ে গেছে আজ, তার, ধর্ষিতা।

দুপুরটা আজ
হতে পারত রোমান্টিক
দেওয়াল লিখন মুছে গেছে লাল রঙে

আসলে কবিতাটা রাজনৈতিক।

।।২।।

চাঁচোর শুরু হয়েছে বাড়িতে বাড়িতে
আর হোলি, রাস্তায় রাস্তায়
গলি থেকে বেরলে ভুল করে হয়ত
অচেনা হাতে রঙ এসে পড়বে
চেনা মুখটার পাশটায় –

আসলে কবিতাটা রাজনৈতিক।


দিনটা হোলির মতন

দিনটা হোলির মতন
রাস্তাঘাটে দুপুর নেমে এসেছে
চাঁচোর শুরু হয়েছে জ্বলন্ত শরীরে
বুলেটগুলো নেমে এসে
রঙ মেশাচ্ছে রাস্তার আবীরে

দিনটা হোলির মতন

ওপাড়ের গলিটায় যে রঙ পড়ে আছে
মিল পাওয়া যাবে তার সাথে
এপাড়ের পোস্টারে, দেওয়ালে –

আর মুখবাঁধা কিছু হাতে
আচমকা গায়ে লাগতে পারে
গলগল করে বেরিয়ে আসা –
রাজনৈতিক সন্ত্রাসের রঙ

দিনটা হোলির মতন।

লেখকের কথা: রুবাই শুভজিৎ ঘোষ
লেখকের জন্ম পশ্চিমবাংলায়। পেশায় একটি বহুজাতিক সংস্থার তথ্যপ্রযুক্তিবিদ। নেশায় লেখক এবং পরিচালক। বাঙালির জনপ্রিয় ওয়েবসাইট সববাংলায় এর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। কবিতা থেকে শুরু করে গল্প, প্রবন্ধ, উপন্যাস, চিত্রনাট্য সবকিছুই লিখতে ভালবাসেন। লিটিল ম্যাগাজিন থেকে শুরু করে বাণিজ্যিক বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত লিখেছেন। স্রোত থেকে প্রকাশিত তাঁর কবিতার সংকলন দৃষ্টি এবং বালিঘড়ি। এছাড়া তথ্যচিত্র, শর্ট ফিল্ম বা অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও পরিচালনা করেন। ধর্ম এবং বিজ্ঞান তাঁর প্রিয় বিষয়। ভ্রমণ তাঁর অন্যতম শখ। অন্যান্য শখের মধ্যে রয়েছে স্কেচ, ফটোগ্রাফি, ছবি ডিজাইন করা।

3 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum