প্রত্যাবর্তন

লেখক : প্রভঞ্জন ঘোষ

এদের সাথে ঘুরতে গিয়ে
হেথায় ঘোরা যায় থেমে
যেথায় থাকে দোয়েল-টিয়া
ঝিঁঝিপোকা নি:ঝুমে।

যেথায় আমার নিত্য ঘোরা
পদ্মদীঘির ফুলবনে
যেথায় সবুজ কচি ঘাসের
আসন পাতা সবখানে।

যেথায় নদীর বালুচরে
কাঁকড়া- ঝিনুক- বকপাখি
কাদাখোঁচার নৃত্য দেখে
অবাক হয়ে যাই না কি?

এদের সাথে ঘুরতে গিয়ে
আম- কাঁঠালের জঙ্গলে
বটের বনে হয় না ঘোরা
কদম্-কদম্ পা ফেলে।

সাঁঝের বেলা গাবের গাছে
জোনাক্ ধরা হয় না আর
অঙ্গে-অঙ্গে জ্যোৎস্না মাখা
হয় না যেন মাঠের ধার!

এদের সাথে বাদ দিয়ে তাই
আসবো আবার কুল বনে
বঁইচি-টোপা-বকুল ফলে
ভরবো পকেট এক মনে।

ভরবো আবার সোঁদা মাটির
গন্ধটুকু বুকের মাঝ
চলব-ফিরবো-হাঁটবো-ছুটব
মাটির বন্দে সকাল-সাঁঝ।

এদের সঙ্গে ধানাইপানাই
এবার থেকে কম হল,
এবার থেকে আবার মনে
হাজার বাজের বল পেল।।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum