প্রিয় আকাশ

লেখক : শ্রীয়া অধিকারী

কেমন আছো তুমি?
আজকাল তেমন ভাবে আর কথা হয় না।
মনে পড়ে আমায়
কত রাত কেটে গেছে তোমায় দেখে,
কত বোঝা চাপিয়ে দিয়েছি অনায়াসে।
সময়ের স্রোতে ভাসতে ভাসতে,
কখন যে নিজে ব্যস্ততায় জড়িয়ে গেছি
তা বুঝতে পারিনি।
হাত বাড়িয়ে বন্ধু পেয়েছি
কিন্তু তোমার মত সঙ্গী পায়নি কোথাও।
মনে পড়ে সে দিন,
Anroid ফোনের চল ছিল না সে সময়ে
হেডফোনে FM আর জানালা দিয়ে,
তোমার সাথে সে নীরব কথোপকথন।
কত না বলা কথা, যন্ত্রণা, কষ্ট-
বুঝে নিতে এক নিমেষে।
তোমার সঙ্গে আমার যে গভীরতম সম্পর্ক
আজও এক ই ভাবে অটুট ।
দেখতে দেখতে কত বছর পার হয়ে এলাম,
প্রতিটা দিন যায় আর মৃত্যুর পথে এগিয়ে যাই।
একটাই প্রশ্ন তোমার কাছে
সেদিনও কী এমন ভাবেই আগলে রাখবে আমায়?
আমার অনুপস্থিতি কী কষ্ট দেবে তোমায়?

লেখক পরিচিতি : শ্রীয়া অধিকারী
শ্রীয়া অধিকারী এল এল বি এর ছাত্রী। শখ লেখালিখি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum