প্রিয় স্বাধীনতা

লেখক : দালান জাহান

হঠাৎ দেখি সুবর্ণ চর
হঠাৎ জ্বলে বাড়ি
হঠাৎ দেখি কাতর শোকে
কান্না করে নারী।

হঠাৎ দেখি পাকি সেনা
কলি মুন্সির ঘরে
হঠাৎ দেখি সুবিমলরা
আজও পোড়ে মরে।

হঠাৎ দেখি উপচে উঠে
একাত্তরের ছবি
হঠাৎ দেখি অভিমানে
কলম ধরে কবি।

হঠাৎ দেখি বৃষ্টি নামে
রক্তে ভিজে খাতা
হঠাৎ দেখি গুমরে কাঁদে
প্রিয় স্বাধীনতা।

 


লেখক পরিচিতি : দালান জাহান
একজন কবিতা কর্মী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum