প্রজাপতি

লেখক : আলী ইব্রাহিম

সমুদ্রে নেমেই দেখি একটা জলপাখি
আমার প্রতীক্ষায় সে হাঁটু পানিতে নেমেছিল।
আমিও ডুব দিয়ে পানির তলে তাকে টেনে ধরি
তখন সে হাঁসফাঁস করে
আচঞ্চল নৃত্য বয়ে যায়, ঝড় হয়।
সাগর জলে প্রজাপতি সাঁতরে বেড়ায়
সলিল সৌরভে সুখ পাই।
ভালোবাসার প্রণোদনায় আলোর নহরকম্পমান
আমি বেঁচে উঠি তার ডানার আগুনে
প্রজাপতি লজ্জার প্রণয়ে ধাবমান
অশেষে ডুবে যায় সমুদ্রের বিশালতায়।


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
আলী ইব্রাহিম, সহসম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া। স্থায়ী ঠিকানা: দক্ষিণ হাসিলকান্দি, সাঘাটা, গাইবান্ধা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন