পুঁজি

লেখক : প্রভঞ্জন ঘোষ

চোখের কাছে যাই
চোখ বলে কি চাই?
হাতি-ঘোড়া, চিরুনি, দেশলাই
সোনা-রুপো, পুতুল, বাঁধানো বই
ইত্যাদি-ইত্যাদি-

পায়ের কাছে যাই
পা বলে কি চাই?
পাহাড়-পর্বত, রাজপথ
উচ্ছল নদী-প্রান্তর
ঘর-বারান্দা, ছাদ, সিঁড়ি,
দুব্বো দিতে পারি,
পিচ, ঝামা, বাতা-বাখারি
ইত্যাদি-ইত্যাদি-

হৃদয়ের কাছে যাই
হৃদয় বলে চাইটা কি?
সুখ-আহ্লাদ-প্রশান্তি
শিহরন, কাঁপুনি,
ভয় দিতে পারি
একবক্ষ ফুঁপুনি- – –

জীবনের কাছে যাই
জীবন একরাশ আলোক দেখিয়ে
রঙের ফুলঝুরি, সঙ্গীতের লহরি-
শেষমেশ বলে
আমার কাছে মৃত্যু,
মৃত্যু বিনা আর কিছু নাই!


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন