লেখক : প্রভঞ্জন ঘোষ
অনেক রত্ন রাজি,
হীরে মণি-মুক্তো নানা
কোথাও পড়ে,
কোথাও সূর্য রশ্মিটি পড়ে না।
কোথাও ওঠে ঝিকিমিকিয়ে
ছড়ায় রঙের দ্যুতি,
কোথাও যেন আবছায়াতে
ঝিলিক অল্প অতি।
আলোয়-আলোয় মিশে-মিশে
কোথাও চন্দ্র জ্বলে,
নীহারিকার পুঞ্জ যেন
কোথাও ডানা মেলে।
ডানায়-ডানায় ফুটে ওঠে
ময়ুর পঙ্খ ছবি
বন ময়ুরের নৃত্য যেন
দৃশ্যে দেখায় সবই।
অনেক রত্ন রাজি-
অনেক-অনেক রঙের মেলা,
অনেক রঙের পুষ্পে যেন
দোদুল ফুলের মালা।
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্যানুরাগী