রোদেজলে

লেখক : ইন্দ্রনীল কাঞ্জিলাল

ফুলগাছে জল দাও রোজ?
ভেজা চুল আজো নেয় খোঁজ।
জানলায় রোদ পড়ে থাকে,
ওষ্ঠ কি ছোঁয়‘একলা’কে?

ব্যালকনি চিরে আসা আলো,
দুপুরের গায়ে পৌঁছালো।
স্মৃতি ক্রমে গড়ে তোলে কায়া,
বোঝা যায়? নাকি আবছায়া?

গল্পেরা আলো হয়ে ভাসে,
অবসরও এসে বসে পাশে।
ভালোবেসে মুছে দেয় ভুল,
মেঘ হয়ে জমে ভেজা চুল।

খুঁজে পেলে চেনা ঘরবাড়ি?
পাওয়া নয়,খোঁজা দরকারি।
বুঝে নাও এই সমতল।
ফুলগাছে রোজ দিও জল।


লেখক পরিচিতি : ইন্দ্রনীল কাঞ্জিলাল
পাঠক

7 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum