রঙের দিনে লেখা দুটি কবিতা

লেখক: রুবাই শুভজিৎ ঘোষ

দোলের দিনে লেখা

অবশেষে হতাশ লাগে
যখন ফিরি বাড়ির পথে

খুঁজে বেড়ায় মন
একটা স্পর্শ, একটা অনুভূতি –
আসলে একটা হাতের ছাপ!

তোমার কপালে লাল রঙ এখন
আমার কপালে কালো
আর মন হাতড়ে বেড়ায়
অতীতের রঙিন দিনগুলো!


হোলির দিনে লেখা

চলো আজ মিশে যাই নীলে নীল
তুমি আমি সৃষ্টির প্রথমে
বারে বারে বদলাই রঙ, আর
তুমি আমি সৃষ্টির প্রথমে

অচেনা তোমাকে আজ করি আরও অচেনা
ফিরে চলো কৃষ্ণের পুরাণে
নগ্নতা ঢেকে যায় রঙে, আর
ফিরে চলো কৃষ্ণের পুরাণে

ধুয়ে ফেলে বহুরূপী পরিচয়
ফিরে এসো বিকেলেতে আবীরে
গুড়ো গুড়ো ভালবাসা মেখে নিয়ো চুলে, আর
ফিরে এসো বিকেলেতে আবীরে


ছবি – লেখক

লেখকের কথা: রুবাই শুভজিৎ ঘোষ
লেখকের জন্ম পশ্চিমবাংলায়। পেশায় একটি বহুজাতিক সংস্থার তথ্যপ্রযুক্তিবিদ। নেশায় লেখক এবং পরিচালক। বাঙালির জনপ্রিয় ওয়েবসাইট সববাংলায় এর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। কবিতা থেকে শুরু করে গল্প, প্রবন্ধ, উপন্যাস, চিত্রনাট্য সবকিছুই লিখতে ভালবাসেন। লিটিল ম্যাগাজিন থেকে শুরু করে বাণিজ্যিক বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত লিখেছেন। স্রোত থেকে প্রকাশিত তাঁর কবিতার সংকলন দৃষ্টি এবং বালিঘড়ি। এছাড়া তথ্যচিত্র, শর্ট ফিল্ম বা অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও পরিচালনা করেন। ধর্ম এবং বিজ্ঞান তাঁর প্রিয় বিষয়। ভ্রমণ তাঁর অন্যতম শখ। অন্যান্য শখের মধ্যে রয়েছে স্কেচ, ফটোগ্রাফি, ছবি ডিজাইন করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum