লেখক : মৌ চক্রবর্তী
বিকেলে আকাশের গা কমলা হলে
আমি কমলালেবু খাই
ওদের টেবিলটাতে পা ছড়িয়ে যেমন পড়ে থাকে খোসা আমি গন্ধ খাই
তারপর আকাশ গোলাপী হঠাৎ
মনে পড়ে, ছাদের গোলাপ বাগানে জল দিতে হবে ঝাঁঝরি হাতে ছুটে যাই
আকাশ এখন নরম লাল আর মায়ের ঠোঁটের ব্যথার মতন কালচে
দুলছে উড়ছে হাসছে মস্করা করে জন্মদিনের টুপি মাথায় বাসন মাজছে ঘষছে আমার মতন মেঘের রঙ আকাশটাও
অনেকক্ষণ তাকাই
বুঝি ঘর ওর নেই আমারও সিঁড়ি ছেড়ে ছাদ
শেষ বিকেল ঠেলে একটা দুটো তারা ফুটলে আকাশ বক্ষে নিজস্ব হয় কাস্তেরূপী চাঁদ —
লেখক পরিচিতি : মৌ চক্রবর্তী
লেখক, গবেষক । কবিতা ভাল লাগা। আর গল্পও।
খুব ভালো কবিতা ।
খুব ভালো কবিতা ।
সুন্দর।