সভ্যতার আর্তনাদ

কবি: সৌরভ চক্রবর্তী

ওহে মানুষ,
তুমি বড়ই তুচ্ছ
প্রকৃতির রোষে
তুমি বড়ই তুচ্ছ।

মাত্র কয়েক ঘন্টা,
মানুষের সাধের সভ্যতা
মাটিতে মিশে গেছে।
শেষ হয়েছে অহংকার।

আজ শুধুই হাহাকার,
মানুষ শুধু কাঁদছে
মানুষ আজ অসহায়।
যেদিকে তাকাও দেখো
ঘূর্ণিঝড়ের প্রলয় নাচন।

একটা ধ্বংসস্তুপের উপর
দাঁড়িয়ে মানুষ আজ খুঁজছে
নিজের অস্তিত্বকে।

প্রকৃতি মিটিমিটি হাসছে, যেন বলছে –
এত অত্যাচারের প্রতিশোধ
কি হতে পারে বুঝে নাও।

খেতের পর খেত, গ্রামের পর গ্রাম
উজাড় হয়ে, সব হারিয়ে মানুষ আজ গৃহহীন।
মানুষ আজ কাঁদছে, বড়ো কাঁদছে।
প্রকান্ড গাছগুলো আজ মাটিতে মিশেগেছে,
কত পাখি তাদের বাসা হারিয়েছে।
চারদিকে শুধু হাহাকার।
আজ শুধুই হাহাকার,
মানুষ শুধু কাঁদছে
মানুষ আজ অসহায়।

তবে আবার বসতি গড়ে উঠবে,
আবার মানুষই গড়ে তুলবে।
শুধু থেকে যাবে দুঃস্বপ্নের মতো কিছু স্মৃতি,
যা মানুষকে মানুষ করে তুলবে,
মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে বলবে।


লেখকের কথা: সৌরভ চক্রবর্তী
পেশা: ম্যানেজিং ডিরেক্টর, প্রিজমহাব অনলাইন সলুশন্স (Prismhub Online Solutions Pvt Ltd) – একটি তথ্যপ্রযুক্তি সংস্থা। তথ্যপ্রযুক্তির সাথে সাথে আগ্রহ সাহিত্য, লেখালিখি ও ভিন্ন স্বাদের সৃজনশীল কাজে। এছাড়া সময় কাটে মহাভারতের উপর বিশ্লেষণমুখী বই ও বিভিন্ন ধরনের বই, বিশেষ করে গান্ধী থেকে মার্ক্স এর দর্শনের বই ও রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গোর্কি, মার্ক টোয়েন, তলস্তয় পড়ে। সমরেশ মজুমদার এর উপন্যাস ‘কালবেলা’ প্রিয় উপন্যাস।

4 Comments

  1. তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত, অর্থাৎ আইটি’র মানুষ। তিনি যে কবিতা লেখেন, সেটাই বড় কথা। কবি/লেখককে তাঁর সাহিত্য প্রয়াসে এবং ব্যবসাতে শুভকামনা জানালাম। বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতি তাঁর নিখাদ ভালবাসা না থাকলে তিনি টেকনিক্যাল পথের পথিক হয়েও–বর্তমান কালে–মাতৃভাষার চর্চা করতে প্রয়াস পেতেন না। এই কারণেই ওঁকে অনুরোধ জানাই–পশ্চিমবাংলায় একটি বাংলায় টাইপ করার/লেখার সফটওয়্যার তৈরী করুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইনজিনিয়ারিঙের অধ্যাপক, ঋষিসুলভ প্রয়াত মনোজ মৈত্র, তাঁর এক সহপাঠী (সেল-এর মেকানিক্যাল ইনজিনিয়ার ছিলেন–সম্বুদ্ধশঙ্কর দাসগুপ্ত) এবং আর কয়েকজনকে নিয়ে, শুধুমাত্র মাতৃভাষার প্রতি একনিষ্ঠ ভালবাসার ফলে বাংলা সফটওয়্যার তৈরী করেন–শব্দজগত। ১৯৯০-এর দশকের শেষভাগে। এক সময় সাহিত্য সংসদ কর্তৃপক্ষের মাধ্যমে তা বিক্রীর ব্যাবস্থাও হয়–যদিও, এই প্রচেষ্টার পেছনে বিন্দুমাত্র ব্যাবসায়িক উদ্দশ্য ছিলোনা। শব্দজগত সফটওয়্যার শুধুমাত্র বাংলা টাইপ করার এবং বাংলায় লেখারই মাধ্যম ছিলোনা–সঙ্গে ছিলো অভিধান, বানান শুদ্ধিকরণের ব্যাবস্থা, ইত্যাদিও। অকৃতদার মনোজবাবু বাংলা লাইব্রেরীর জন্যও একটি সফটওয়্যার তৈরী করেন এবং সেটিও অত্যন্ত উচ্চমানের। প্রসঙ্গতঃ, বহুদিন “উদ্বোধন” পত্রিকা শব্দজগত সফটওয়্যার ব্যবহার করেই প্রকাশিত হয়েছে। এখনও হয় কিনা, জানা নেই। আমি নিজেও বহুদিন এতেই লিখেছি। এমন কি, আমার সহপাঠী এবং বাল্যবন্ধু, বিখ্যাত বিজ্ঞানবিষয়ক লেখক (প্রাক্তন সায়েন্স রিপোর্টার সম্পাদক) বিমান বসুও বহুদিন এই সফটওয়্যারটিই বাংলা লেখার কাজে ব্যাবহার করেছেন।
    মনোজবাবুর এক সহকারী ছিলেন ওঁর পুত্রসম, কমপিউটার জগতের এক অতি প্রতিভাবান ত‍রুণ, যাঁকে পরে পৃথিবীর সবচেয়ে বড় কমপিউটার সফটওয়্যার কোম্পানী নিয়োগ করেন।
    মনোজবাবুর মৃত্যুর সঙ্গে যে কাজ চলছিলো, সেসব থেমে যায়। (শব্দজগত নিয়ে আমি ফেসবুকে একটি নাতিদীর্ঘ লেখা লিখতে বাধ্য হই শুধুমাত্র এই কথাটুকু জানাতে যে, এপার বাংলাতেও এ বিষয়ে আতি উচ্চমানের কাজ হয়েছে–কেবলমাত্র বাংলা সরকারের ঔদাসীন্যের জন্যে এটির প্রচার হয়নি–ইউনিকোডে রূপান্তরিত করার পরেও।
    সৌরভ চক্রবর্তী কি সেই কাজটিকে এগিয়ে নিয়ে যাবেন, এপারে বাংলা ভাষার উন্নতিকল্পে? প্রসঙ্গতঃ, বঙ্গীয় সাহিত্য পরিষদের আজীবন সদস্য হিসেবে আমি বহুদিন আগে তাঁদেরও এই সফটওয়্যারটি ব্যাবহার করার অনুরোধ জানিয়েছিলাম–কোন সাড়া পাইনি।
    আমার বক্তব্য, বাংলা টাইপ করার জন্যে এদেশেই কেন সহজলভ্য কোনো সফটওয়্যার তৈরী হবেনা? সৌরভবাবু একথাটা ভাববেন?

    • Rajdeep Mazumder

      @সৌরভ চক্রবর্তী…. সৌরভ কে আমি চিনি আমার আরেক বন্ধুর মাধ্যমে || সেই সময় আমরা ছাত্র || ছাত্র জীবন থেকে লেখা পড়াশোনা নিয়ে ওর বেশ উদ্দিপনা ছিলি যা আজ ওর লেখাতে প্রকাশ হচ্ছে || সবচেয়ে বড়ো কথা ওর মতো মানুষ এই পৃথিবীতে খুবি কম আছে || আপার বিপদের সময় ও যে ভাবে আমায় সাহায্য করেছে আমার নিজের পরিবারের লোকেরাও করে নি ||
      বন্ধু লিখে যা আরো ভালো হোক তোর লেখা 🌹🌹🌹🌹

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন