লেখক : নিখিল মিত্র ঠাকুর
কুমড়ো ব্যাটার মাথা মোটা
ঢেড়শ বড্ডো রুগ্ন,
বেগুন ছোঁড়ার গায়ে কাঁটা
চালতা গায়ে ভগ্ন।
লম্বা দেহী ঝিঙে মশাই ,
চিচিঙ্গাটা বাঁকা,
লাউয়ের দেহ দেখতে দশাই,
পেঁপে ভিতর ফাঁপা।।
আলুরা সব বামন গোলা,
পিঁয়াজ হলো তুবড়ি,
মুলোগুলো ফোলা ফোলা,
কুদরি বাঁধে ঝুপড়ি।।
লেখক পরিচিতি : নিখিল মিত্র ঠাকুর
নিখিল মিত্র ঠাকুর প্রধান শিক্ষক বর্ধমান শিবকুমার হরিজন বিদ্যালয়