সবজি

লেখক : নিখিল মিত্র ঠাকুর

কুমড়ো ব্যাটার মাথা মোটা
ঢেড়শ বড্ডো রুগ্ন,
বেগুন ছোঁড়ার গায়ে কাঁটা
চালতা গায়ে ভগ্ন।
লম্বা দেহী ঝিঙে মশাই ,
চিচিঙ্গাটা বাঁকা,
লাউয়ের দেহ দেখতে দশাই,
পেঁপে ভিতর ফাঁপা।।
আলুরা সব বামন গোলা,
পিঁয়াজ হলো তুবড়ি,
মুলোগুলো ফোলা ফোলা,
কুদরি বাঁধে ঝুপড়ি।।


লেখক পরিচিতি : নিখিল মিত্র ঠাকুর
নিখিল মিত্র ঠাকুর প্রধান শিক্ষক বর্ধমান শিবকুমার হরিজন বিদ্যালয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন