লেখক : প্রভঞ্জন ঘোষ
আমি যেখানে থাকি
একটি পুকুর থাকে,
দেহে জলের খুব প্রয়োজন
মনে করিয়ে রাখে।
আমি যেখানে থাকি
একটি নদী থাকে,
জলের অপর নাম যে জীবন
মনে করিয়ে রাখে।
আমি যেখানে থাকি
একটি সাগর থাকে,
চারের মধ্যে তিনভাগ জল
মনে করিয়ে রাখে।
আমি যেখানে থাকি
একটু সবুজ তৃণ থাকে,
দেহের জন্য খাদ্য লাগে
মনে করিয়ে রাখে।
আমি যেথায় থাকি
একটি মহীরুহ থাকে,
জীবনদায়ী হাওয়ার কথা
মনে করিয়ে রাখে।
আমি যেখানে থাকি
একটু আকাশ উর্দ্ধে থাকে,
মনের সুখে মেঘ সাঁতারের
গল্প শুনিয়ে রাখে।
আমি যেখানে থাকি
থাকে স্বচ্ছ রোদের মেলা,
মনের মধ্যে স্মরণ করিয়ে
আলোতে পথ চলা।
যেথায় থাকি
কিছু মানুষ পাশাপাশি থাকি,
মানুষ মানে – মান, হুঁশ, প্রেম
মনে জাগিয়ে রাখি!
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্যানুরাগী
বাহ্, সুন্দর কবিতা।