সঞ্চালন

লেখক : প্রভঞ্জন ঘোষ

বরঞ্চ নিজেই তুমি ধরো না
খেয়ার রশ্মি,
বরঞ্চ নিজেই গুন টেনে
পার করো যোজন সরণী;

নৌকো চৌখস্ থাকে
তারপিনের গন্ধ এখনো ক্ষীণ-
বরঞ্চ, নিজেই করো মোট রপ্তানি- – –

নিজেই সমুদ্রের ভার নাও
চিতহিন্দোল, ঢেউমাতালিনি!-

উপল আঁকড়ে
চেয়ে-চেয়ে দেখি
গুরু আয়োজনী।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum