শিল্পের শহরে ভালোবাসা নেই

লেখক : দালান জাহান

জলদাসের জলকষ্টে
শ্বাস ভাঙে মাতা মহুরী
বিম্বিত সাহসে শহীদের মতো
পবিত্র হয় বসন্ত পাতা
চার রাস্তায় দাঁড়িয়ে অশ্রু ছাড়ে
মোড়ল বাড়ির বিধবা কুকুর
কালের গর্ভে ঢুকে সন্ধ্যার ধ্বনি
নিজের সামনে উলঙ্গ করে নিজেরই উচ্চারণ
কোথাও কেউ নেই কোথাও কেউ নেই।

সদ্য নারী ছেঁড়া ভূমিষ্ট শিশুর
কান্নার অনুবাদে অঙ্কিত পৃথিবীর গান
শিল্পের শহরে ভালোবাসা নেই
পলিথিনের মতো কবিতা ওড়ে।


লেখক পরিচিতি : দালান জাহান
একজন কবিতা কর্মী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum