শুধু তোর জন্য মেয়ে

লেখক : অর্দ্ধেন্দু গায়েন

আমার তো আকাশ নেই ।
তবু উড়ব বলে চেয়েছি তোকে সঙ্গী হিসেবে।
ধরে রাখার মতো সাধ্য কোথায় আমার।
তবু বিশ্বাসের লাটাই ধরে টানতে থাকি রোজ।

তোর একটা ব্যক্তিগত নাম থাকুক।
আমি চাই,
জলের খেয়া বেয়ে সন্ধ্যাতারার মত –
তোর নাম ধরে ভোরবেলাতেও ডাকুক শুকতারা।
একটা ঠিকানাহীন চিঠি ঘুরে বেড়াক সারা গ্রাম জুড়ে।

সঙ্গোপনে বুকের মাঝে জমছে ভারি ব্যথা।
ওরাই মানুষ,
যারা এখন ফুলকে ছিঁড়ে সুবাস জমায়।
লুকোচুরি খেলার মাঝে তোর চুড়ির শব্দ থাকে।
কাঁপন ধরা বর্ষা নামে, হৃদয় তবু ঘামে ভেজা।

যেখানে প্রেম এত কাছাকাছি।
কি ভীষণ আকুলতায় ভরা তুই, আর তোর ছায়া।
জলের আয়না জুড়ে পরিচিত এক মুখ,
হঠাৎ হাসিগুলো ভেঙে চৌচির হয়ে যায় ঢেউয়ে।

আর একবার একটু হাস চোখে চোখ রেখে –
ছিন্ন পালের,
অসহায় নৌকা জানে ভেসে যাওয়ার ব্যথা।
তোর মতো একটা চাঁদের আলোর জন্য,
আজও বুক পেতে রাখি –
মেঘ হয়ে দূর আকাশে।


লেখক পরিচিতি : অর্দ্ধেন্দু গায়েন
জন্ম উত্তর চব্বিশ পরগনার যোগেশগঞ্জের মাধবকাটী গ্রামে।পেশায় সরকারী চাকুরী হলেও নেশা পড়াশোনা , ইচ্ছে হলেই লেখা-সে কবিতা, ছোটগল্প, অণুগল্প, প্রবন্ধ যা কিছু হতে পারে, অবসরে বাগান করা,ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা ইত্যাদি।তবে সব পরিচয়ের সমাপ্তি ঘটে সৃষ্টিতে --পাঠক যেভাবে চিনবেন আমি সেভাবেই থেকে যাবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।