লেখক : মৌ চক্রবর্তী
কতদিন আড়ালে আড়ালে দেখেছি তোমায়
একা জানলায়
একা সন্ধ্যাবাগানে এসে যে ছায়া ঘনঅন্ধকারে গাছ সাজে
যে আড়াল তার পাতাটিকে জানে মনের তীরে
কতদিন দেখেছি তোমায় এমন
তুলসীর মতন ভেজা পায়ে হেঁটে যেতে যেতে
মনসার কাঁটা ঝোপ পেরিয়ে এসে ছুঁয়ে যাও
হাওয়া তুমি জ্বরের কপালে
শুকনো ঠোঁটে নরম ভাতের মতন
গলিত দ্রবীভূত নেমে যাওয়া তুমি
কতদিন আড়ালে আড়ালে ভেবেছি তোমায়
এত কে পারে আর বালিশের পাশ ঘেঁষে সময়ঘুমে এজন্ম
শীত পোহায় কাঠ জ্বালিয়ে
আড়ালে থাকো তুমি
তাপ নেবে
নেবে একটু সেঁক …
যেটুকু ভালবাসা শিখিয়েছে রুমির বইপাতা
পুরনো ডায়রির হলুদপাতা
__ সব নতজানু আজ সন্ধ্যা যেমন নদীর ভেতর যেমন কবিতার
তোমার অব্যয় তেমন আমার
অমর কাব্যি আড়াল ঘোমটায়
… মা __ থেকেছ আড়ালে আড়ালে তুমি
কতদিন দেখেছি
যেমন ফুলকাঁটায় ভালবাসা থাকে অনন্তর …
লেখক পরিচিতি : মৌ চক্রবর্তী
লেখক, গবেষক । কবিতা ভাল লাগা। আর গল্পও।
Darun
অসাধারণ! হৃদয় আলোড়িত হল।
ভালো লাগলো কবিতাটা।। বেশ লিখেছো।। তুলসীর মতো ভেজা পায়ে হেঁটে যেতে যেতে…. বাহ্!