শূন্য থেকে থেকে … সভ্যতা ৩৪

লেখক : মৌ চক্রবর্তী

কতদিন আড়ালে আড়ালে দেখেছি তোমায়
একা জানলায়
একা সন্ধ্যাবাগানে এসে যে ছায়া ঘনঅন্ধকারে গাছ সাজে
যে আড়াল তার পাতাটিকে জানে মনের তীরে
কতদিন দেখেছি তোমায় এমন
তুলসীর মতন ভেজা পায়ে হেঁটে যেতে যেতে
মনসার কাঁটা ঝোপ পেরিয়ে এসে ছুঁয়ে যাও
হাওয়া তুমি জ্বরের কপালে
শুকনো ঠোঁটে নরম ভাতের মতন
গলিত দ্রবীভূত নেমে যাওয়া তুমি
কতদিন আড়ালে আড়ালে ভেবেছি তোমায়
এত কে পারে আর বালিশের পাশ ঘেঁষে সময়ঘুমে এজন্ম
শীত পোহায় কাঠ জ্বালিয়ে
আড়ালে থাকো তুমি
তাপ নেবে
নেবে একটু সেঁক …
যেটুকু ভালবাসা শিখিয়েছে রুমির বইপাতা
পুরনো ডায়রির হলুদপাতা
__ সব নতজানু আজ সন্ধ্যা যেমন নদীর ভেতর যেমন কবিতার
তোমার অব্যয় তেমন আমার
অমর কাব্যি আড়াল ঘোমটায়
… মা __ থেকেছ আড়ালে আড়ালে তুমি
কতদিন দেখেছি
যেমন ফুলকাঁটায় ভালবাসা থাকে অনন্তর …


লেখক পরিচিতি : মৌ চক্রবর্তী
লেখক, গবেষক । কবিতা ভাল লাগা। আর গল্পও।

3 Comments

  1. গৌতম চট্টোপাধ্যায়

    ভালো লাগলো কবিতাটা।। বেশ লিখেছো।। তুলসীর মতো ভেজা পায়ে হেঁটে যেতে যেতে…. বাহ্!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum